fbpx

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ

BAU

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষিশিক্ষা ও গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ কৃষিবিজ্ঞানের সকল শাখা এর আওতাভূক্ত। মানসম্পন্ন উচ্চতর কৃষিশিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশে কৃষি উন্নয়নের গুরুদায়িত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কৃষি প্রকৌশলী তৈরি করাই এ বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য।বিএইউ ২০১৩-২০১৪ সালের জন্য বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বাজেটের পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল। ওয়েবম্যাট্রিক্স বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০১৭ অনুসারে এটি বাংলাদেশের এক নম্বরের বিশ্ববিদ্যালয়।

ধরন পাবলিক বিশ্ববিদ্যালয়
স্থাপিত ১৮ আগস্ট ১৯৬১; ৬০ বছর আগে
অধিভুক্তি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ
উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৫৬৭
শিক্ষার্থী ৮,০৮৮ (ছেলে-৪,৪৯১, মেয়ে-৩৫৯৭)
স্নাতক ৫১৪৭
স্নাতকোত্তর ২৯৪১
অবস্থান
ময়মনসিংহ,২২০২,বাংলাদেশ
শিক্ষাঙ্গন ৪৮৫ হেক্টর (১২০০ একর)
ওয়েবসাইট www.bau.edu.bd

 

অবস্থানঃ

ময়মনসিংহ শহর থেকে ৪ কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় ১২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। রাজধানী ঢাকা থেকে ১২০ কিলোমিটার উত্তরে এ ক্যাম্পাসের অবস্থান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা বর্তমানে ১১১৬টি।

কোন সাবজেক্টে কতটি করে সিট তা দেখে নিনঃ
Faculty/Institute Degree Number of Seats
Faculty of Veterinary Doctor of Veterinary Medicine (DVM) 180
Faculty of Agriculture B.Sc in Agriculture (Hons) 320
Faculty of Animal Husbandry B.Sc.In Animal Husbandry (Hons) 180
Faculty of Agricultural Economics and Rural Sociology B.Sc in Agricultural Economics (Hons) 106
Faculty of Agricultural Engineering and Technology B.Sc in Agricultural Engineering 100
B.Sc in Food Engineering 50
B.Sc in Bioinformatics Engineering 30
Faculty of Fisheries B.Sc in Fisheries (Hons) 120
Interdisciplinary Institute for Food Security B.Sc in Food Safety Management 30

 

আবাসিক হলসমুহ:

শিক্ষার্থীদের আবাসনের জন্য ১৩টি হল আছে। যার মাঝে ৪টি হল ছাত্রীদের জন্য। এছাড়াও রয়েছে ড. ওয়াজেদ মিয়া ডরমিটরী।

ছাত্র হলসমুহঃ
  • ঈশা খাঁ হল
  • শাহজালাল হল
  • শহীদ শামসুল হক হল
  • শহীদ নাজমুল আহসান হল
  • আশরাফুল হক হল
  • শহীদ জামাল হোসেন হল
  • হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী হল
  • ফজলুল হক হল
  • বঙ্গবন্ধু শেখ মুজিব হল
ছাত্রী হলসমুহঃ
  • সুলতানা রাজিয়া হল
  • তাপসী রাবেয়া হল
  • শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
  • বেগম রোকেয়া হল

সংগঠনঃ

  • সাংবাদিক সমিতি
  • বাকৃবি রোভার স্কাউট,
  • রোটার‍্যাক্ট ক্লাব,
  • বাকৃবি ডিবেটিং সংঘ
  • বিনোদন সংঘ
  • অঙ্কুর,
  • পদচিহ্ন,
  • ঘাসফুল
  • হাসিমুখ
  • বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটি
  • বিশ্বসাহিত্য কেন্দ্র বাকৃবি শাখা পাঠচক্র
  • বাউ সাইক্লিষ্টস্
  • বিজ্ঞান আন্দোলন মঞ্চ
  • বিজ্ঞান চর্চা কেন্দ্র
  • চারণ সংস্কৃতিক কেন্দ্র
  • বাঁধন
  • শুভ সংঘ
  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মিউজিক্যাল রেজিমেন্ট
  • বিএনসিসি

ইতিহাসঃ

১৯৬১ সালে ভেটেরিনারি ও কৃষি অনুষদ নামে দু’টি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয়। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, ১৯৬৪-৬৫ শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং ১৯৬৭-৬৮ শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদ শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-ভার্সিটি রিভিউ

Spread the love

Related Articles

14 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!