fbpx

সাস্ট আসনসংখ্যা ২০২২

সাস্ট আসনসংখ্যা ২০২২ ।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে শাবিপ্রবি বা সাস্ট) বাংলাদেশের সিলেটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম ইংরেজি। এটি এশিয়া মহাদেশের অন্যতম বড় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয় গুচ্ছ পদ্ধতিতে।

সাস্ট আসনসংখ্যা ২০২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভৌত বিজ্ঞান স্কুল
রসায়ন 65
ভূগােল ও পরিবেশ 50
গণিত 80
পদার্থবিজ্ঞান 65
পরিসংখ্যান 80
সমুদ্রবিজ্ঞান 30
ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ
আর্কিটেকচার 30
কেমিক্যাল ইঞ্জি. এন্ড পলিমার সায়েন্স 50
সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জি. 50
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং 100
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জি. 50
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনােলজি 40
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং 50
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 35
পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং 35
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 50
জীববিজ্ঞান স্কুল
জেনেটিক ইঞ্জি. এন্ড বায়ােটেকনােলজি 35
বায়ােকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়ােলজি 35
কৃষি এবং খনিজ বিজ্ঞান স্কুল
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স 55
Total 790

 

বিজ্ঞানের ইউনিটে সাস্টে রয়েছে প্রায় ৮০০টি আসন , আর বিভাগ পরিবর্তন এর ইউনিটে রয়েছে আরো ২২৫টি আসন। সব ইউনিট মিলিয়ে টোটাল ১৫৮৭টি আসন রয়েছে।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২

★  আবেদন যোগ্যতা:

  • SSC ও HSC তে আলাদাভাবে (৪র্থ বিষয়সহ) GPA ন্যূনতম 3.50 করে মোট GPA ন্যূনতম 8.00 হতে হবে।

★ সিলেকশন পদ্ধতি:

  • HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যাক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিবেন।

★ পরীক্ষার মানবন্টন:

  • MCQ- আবশ্যিক অংশঃ Bangla=(10×1), English=(10×1), Physics=(20×1), Chemistry=(20×1), এবং ঐচ্ছিক অংশ(যেকোন দুইটি বিষয় দাগানো যাবে) Biology=(20×1), H.Math=(20×1), ICT=(20×1)  এবং এভাবে মোট 100 নম্বর; সময় 1 ঘন্টা।

 ফলাফল নির্ণয় পদ্ধতি:

  • শুধুমাত্র ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে।

 নেগেটিভ মার্কিং:

  • 0.25

★ ক্যালকুলেটর:

  • নেই

★ সেকেন্ড টাইম:

  • আছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল শাস্ত্রে বিশেষ অবদান প্রদানকারী ও বাংলাদেশে নেতৃত্ব স্থানীয় এ বিশ্ববিদ্যালয়টি ২৫শে আগস্ট ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি তিনটি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। এর ক্যাম্পাসটি সিলেট শহর হতে প্রায় ৫ কিলোমিটার দূরে কুমারগাঁওয়ে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদের অধীনে ২৮ টি ডিপার্টমেন্ট রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয় যথাক্রমে ২৯ এপ্রিল ১৯৯৮ এবং ৬ ডিসেম্বর ২০০৭ সালে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক গবেষণাপত্র সম্পাদনের মাধ্যমে ওয়েবমেট্রিক্স র‌্যাঙ্কিং এ এই বিশ্ববিদ্যালয় খুব ভাল অবস্থান দখল করে আছে। সাম্প্রতিককালে বাংলাদেশের সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই আনুপাতিক হারে সবচেয়ে বেশি বিশ্বের অন্যান্য দেশে উচ্চশিক্ষা ও গবেষণার কাজে নিয়োজিত থাকছেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা সংস্কৃতিচর্চা ও নতুন গবেষণায় বেশ উদ্যমী।

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২

সাস্ট আসনসংখ্যা ২০২২

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২২

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!