মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হয়েছে । অনেকেই আশানুরুপ ফলাফল পেয়ে স্বপ্নের মেডিকেলে ভর্তির আয়োজন শুরু করে দিয়েছে। আবার অনেকেই ভেঙ্গে পড়েছে আশানুরূপ ফলাফল না পেয়ে। যাদের পরীক্ষা অনেক ভালো হয়েচ্ছে এবং সে অনুযায়ী রেজাল্ট আশানুরুপ হয়নি তাদের জন্যে রয়েছে ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ। দেখা যাক মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করব কিভাবে।
টেলিটকে এস এম এস এর মাধ্যমে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। এ জন্য টেলিটকের যে কোন প্রিপেইড মুঠোফোন থেকে আবেদন করা যাবে।
১ম SMS: DGME<Space>RSC<Space>Roll Number এর পর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
ফিরতি SMS এ একটি পিন নম্বর পাবেন।
২য় SMS: DGME<Space>RSC<Space>Yes<Space>Pin Number
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। এরপর আপনার নম্বর থেকে ফি বাবদ এক হাজার টাকা কেটে নেওয়া হবে এবং ফিরতি SMS এ ফি জমা বাবদ প্রাপ্তি স্বীকার SMS পাবেন।
পূনঃনিরীক্ষার আবেদনের জন্য ১০০০টাকা ফি কেটে নিবে স্বাস্থ অধিদপ্তর যা সংশ্লিষ্ট মোবাইল নাম্বার থেকে কাটা হবে।
DGME <space> RSC <space> Exam Roll Number
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে
DGME <space> RSC <space> YES <space> PIN Number
লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পূণঃনিরীক্ষার আবেদন প্রক্রিয়া ১৪/০৩/২০২৩ থেকে ২২/০৩/২০২৩ পর্যন্ত চলবে।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩ ফলাফল দেখবো কিভাবে? অনলাইনে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে পারেন। https://result.dghs.gov.bd/mbbs/ লিংকে গিয়ে রোল নাম্বার লিখে রেজাল্ট “বাটনে” ক্লিক করলে মার্ক সহ রেজাল্ট দেখা যাবে ।
মোবাইলে মেডিকেলের ফলাফল জানার জন্যে এস.এম.এস করার কোন প্রয়োজন নেই। যারা উত্তীর্ণ হয়েছে তাদের আবেদন করার সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরে স্বয়ংক্রিয়ভাবে টেলিটক থেকে ওয়েলকাম জানিয়ে ফলাফল পৌঁছে যাবে।
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More
মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More
এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More
পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪ টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More
View Comments