fbpx

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ ইউনিট আসনসংখ্যা- JnU C unit seat

jagannath university

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্ত রূপ জবি) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। অধ্যাপক ড. এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জবি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ ইউনিট Faculty of Business Studies নামে পরিচিত।

ওয়েবসাইটঃ www.jnu.ac.bd

জবি তে বর্তমানে মোট ছয়টি অনুষদে ৩৬ টি বিভাগ ও ০২ টি ইনস্টিটিউট রয়েছে। তবে ভর্তি পরীক্ষা হয় তিনটি ইউনিটে, এখানে শুধু মাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় গ ইউনিট যা C unit নামে পরিচিত তা নিয়ে আলোচনা থাকবে…

 গ ইউনিট যা C unit এর সাবজেক্ট অনুযায়ী আসনসংখ্যা দেয়া হলো নিচেঃ

মোট ৫২০টি সিট রয়েছে গ ইউনিটে।

Subject- Seat

  • Finance- 160
  • Management studies – 160
  • Marketing- 100
  • Accounting and Information system- 100

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট আসনসংখ্যা- JnU B unit seat

 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!