fbpx

বুটেক্স: অনলাইনে নয়, মেসেজের মাধ্যমে আবেদন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিয়ারিংয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শুরু হয়েছে  সোমবার (৫ এপ্রিল)। সকাল ১০টা থেকে শুরু হবে আবেদন।

কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো অনলানে করা যাবে না বুটেক্সে ভর্তির আবেদন। টেলিটক সীম থেকে এসএমএসের মাধ্যমে কয়েকটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে৷ প্রথমে এসএমএস করে প্রাথমিক ধাপের (লেভেল-১) আবেদন করতে হবে।

প্রাথমিকক আবেদন থেকে নির্বাচিত প্রার্থীদের আবার টেলিটক সীম থেকে এসএমএস এর মাধ্যমে চূড়ান্ত ফি জমা দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

কিভাবে ধাপে ধাপে আবেদন সম্পন্ন করতে হবে তা জেনে নেয়া যাক,

 

 

  • প্রথম ধাপ- ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BUT HSC শিক্ষাবোর্ডের নামের প্রথম ৩ অক্ষর HSC পরীক্ষার রোল নম্বর HSC পরীক্ষার সাল SSC শিক্ষাবোর্ডের নামের প্রথম ৩ অক্ষর SSC পরীক্ষার রোল নম্বর SSC পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে এস এম এস করতে হবে। যেমন: BUT DHA 123456 2020 RAJ 567890 2018 লিখে পাঠাতে হবে। (এখানে DHA 123456 2020 RAJ 567890 2018 ইত্যাদির বদলে শিক্ষার্থীর নিজের তথ্য দিতে হবে।)

 

বিভিন্ন বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর নিম্নরূপ

  • ঢাকা (DHA),
  • রাজশাহী (RAJ),
  • চট্রগ্রাম (CHA),
  • দিনাজপুর (DIN),
  • সিলেট (SYL),
  • যশোর (JAS),
  • কুমিল্লা (CUM),
  • বরিশাল (BAR),
  • ময়মনসিংহ (MYM),
  • মাদরাসা (MAD),
  • কারিগরি (TEC অথবা VOC)
  • ইংলিশ মিডিয়াম (GCE)।



  • দ্বিতীয় ধাপ- প্রথম ধাপের এসএমএস পাঠানোর পর প্রদত্ত সকল তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং একটি পিন ফরতি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। আবেদনকারীকে তখন ১৬২২২ নম্বরে আরেকটি সম্মপ্তি সূচক এসএমএস পাঠিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।

 

সম্মতি জানানোর জন্য মেসেজে BUT YES পিন নম্বর আবেদনকারীর মোবাইল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উল্লেখ্য, প্রথম মেসেজের পর ফিরতি মেসেজে যে পিন দেওয়া হবে, সেটা দিয়েই আবেদন নিশ্চিত করতে হবে। সম্মতিসূচক দ্বিতীয় মেসেজটি করার পূর্বে অবশ্যই টেলিটক প্রিপেইড সীমে দুইশত টাকার অধিক টাকা থাকতে হবে।

  • সম্মতিসূচক মেসেজ পাঠানোর সাথে সাথেই টেলিটক প্রিপেইড নম্বর থেকে ২০০ টাকা আবেদন ফি কেটে নেওয়া হবে।

কেউ চাইলে প্রথম এস এম এস পাঠানোর পর যে পিন দেওয়া হবে তা সংরক্ষণ করে নির্ধারিত সময়ের মধ্যে সম্মতিসূচক মেসেজ পাঠয়ে ফি প্রদান করতে পারেন! আবেদন ফি প্রদান করার শেষ সময় ৮ মে ২০২১, ১১:৫৯ টা পর্যন্ত।

  • আবেদনকারীর টেলিটক প্রিপেইডে পর্যাপ্ত ব্যালেন্স থাকলে ফি কেটে নিয়ে যাওয়ার পর এরকম একটি কনফার্মেশন মেসেজ আসবে: Congrats! Application fee received for BUTEX admission: 2020 receipt id XXXXXXXX. Eligible list of written test will be notified by SMS & published at www.butex.edu.ব্দ
  • প্রাথমিক পর্যায়ের আবেদন শেষ হবে ৮ মে ১১টা ৫৯ মিনিটে। তারপর আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড অনুযায়ী ৯,০০০ জন শিক্ষার্থী বাছাই করা হবে লিখিত ভর্তি পরীক্ষার জন্য।

এই নির্বাচিত ৯,০০০ জনের তালিকা বুটেক্সের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ হবে। যারা যারা নির্বাচিত হবেন, তাদের আবার নির্ধারিত ফি জমা দিয়ে চূড়ান্ত আবেদন সম্পন্ন করতে হবে! এই ধাপটি সম্পম্ন না করলে উক্ত প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না তথা পরীক্ষা দিতে পারবেন না।

 



 

চূড়ান্ত ফি জমা দেয়ার জন্য আপনাকে যা যা করতে হবে

  •  টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BUT HSC শিক্ষাবোর্ডের নামের প্রথম ৩ অক্ষর HSC পরীক্ষার রোল নম্বর HSC পরীক্ষার সাল SSC শিক্ষাবোর্ডের নামের প্রথম ৩ অক্ষর SSC পরীক্ষার রোল নম্বর SSC পরীক্ষার সাল লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।  যেমন: BUT DHA 123456 2020 RAJ 567890 2018 লিখে পাঠাতে হবে। বি.দ্রঃ এখানে DHA 123456 2020 RAJ 567890 2018 ইত্যাদির বদলে শিক্ষার্থীর নিজের তথ্য দিতে হবে।

কোটায় আবেদনকারীর প্রতি নির্দেশাবলি

  • কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীর ক্ষেত্রে নির্দিষ্ট কোটায় আবেদন করতে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী SMS পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। নির্দিষ্ট কোটাসমূহ হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা (FFQ) এবং উপজাতীয় কোটা (TQ) । উদাহরণ : BUT DHA 123456 2020 DHA 567890 2018 FFQ (উক্ত উদাহরণ টি একজন ঢাকা বোর্ডের শিক্ষার্থীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনের নমুনা)

প্রদত্ত সকল তথ্য সঠিক হলে আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং একটি পিন ফরতি এস এম এস এর মাধ্যমে পাঠানো হবে! আবেদনকারীকে তখন ১৬২২২ নম্বরে আরেকটি সম্মপ্তি সূচক এস এম এস পাঠিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।

সম্মতি জানানোর জন্য মেসেজে BUT YES পিন নম্বর আবেদনকারীর মোবাইল নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে!

 

উক্ত মেসেজ পাঠানোর পর পর ই ৮০০ টাকা পরীক্ষা ফি কেটে নেয়া হবে। এর জন্য অবশ্যই টেলিটক প্রিপেইড নম্বরে পর্যাপ্ত ব্যালেন্স থাকা লাগবে।। ভর্তি পরীক্ষার এই ৮০০ টাকা জমা দেয়ার শেষ তারিখ ৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

‘O’/’A’ লেভেলের ক্ষেত্রে আবেদনকারীকে নিম্নোক্ত উদাহরণ অনুযায়ী SMS পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ : BUT GCE 123456 2018 এখানে 123456 এর জায়গায় আবেদনকারীকে বাংলাদেশ টেক্সটাইল কর্তৃক প্রদত্ত Equivalence Certificate এর Candidate নম্বরটি দিতে হবে।

ফি কেটে নেয়ার সাথে সাথেই ফিরতি মেসেজে কনফার্মেশন রিপ্লাই আসবে আর User ID এবং Password জানিয়ে দেয়া হবে। কনফার্মেশন মেসেজটি হবে এরকমঃ Congrats! Examination fee received for BUTEX admission:2020 receipt id XXXXXXXX, User ID: 363636377, Password: whdhd. For admit card, please visit: http://but.teletalk.com.bd

এই User ID এবং পাসওয়ার্ড ছাড়া প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না! তাই User ID এবং Password ভালোভাবে সংরক্ষণ করতে হবে!

 

কোন কারণে User ID এবং/অথবা Password হারালে করণীয়

  •  User ID জানা থাকলে এবং Password হারালে: BUT HELP USER User ID লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। ফিরতি SMS এ পাসওয়ার্ড জানা যাবে।
  • User ID এবং Password দুটোই হারালে: BUT HELP PIN PIN নম্বর লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। ফিরতি SMS এ User ID এবং Password জানা যাবে।
  • User ID, Password এবং PIN নম্বর হারালে : BUT HELP HSC শিক্ষাবোর্ডের নামের প্রথম ৩ টি অক্ষর HSC পরীক্ষার রোল নম্বর HSC পাশের সাল লিখে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে। ফিরতি SMS এ User ID, Password এবং PIN নম্বর জানা যাবে।

প্রবেশপত্র ডাউনলোডের নিয়মাবলি

  • ভর্তি পরীক্ষার নির্ধারিত ৮০০ টাকা ফি পরিশোধ করার পর যেতে হবে http://but.teletalk.gov.bd ওয়েবসাইটে।
  • BUT এডমিশন অপশনে ক্লিক করে স্ব স্ব User ID এবং Password দিয়ে লগিন করতে হবে।
  • লগিন করার পর আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং ছবি ও স্বাক্ষর আপলোডের অপশন পাওয়া যাবে।
  • ছবির দৈর্ঘ্য x প্রস্থ হতে হবে 300×300 pixel এবং ছবির ফাইল সাইজ ১০০ KB এর কম হতে হবে।
  • সিগনেচার এর ক্ষেত্রে দৈর্ঘ্য x প্রস্থ হতে হবে 300×80 pixel এবং ফাইল সাইজ ৬০ KB এর কম হতে হবে।
  • সব কিছু নির্ভুল সাবমিট করলে আবেদনকারী তখনই ভর্তি পরীক্ষার রোল নম্বর, ছবি ও স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
  • ডাউনলোড কৃত প্রবেশপত্র অবশ্যই রঙ্গিন প্রিন্ট করতে হবে। ফি প্রদান করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৪ মে থেকে ৬ জুন রাত ১১১:৫৯ টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় সমূহ ও নম্বর

  • গণিত – ৬০ নম্বর
  • পদার্থ – ৬০ নম্বর
  • রসায়ন – ৬০ নম্বর
  • ইংরেজি – ২০ নম্বর

মোট – ২০০ নম্বর



বিভাগ অনুযায়ী সীট সংখ্যা:

  1. ইয়ার্ণ ইঞ্জিয়ারিং – ৮০
  2. ফেব্রিক ইঞ্জিয়ারিং – ৮০
  3. ওয়েট প্রসেস ইঞ্জিয়ারিং – ৮০
  4. এ্যাপারেল ইঞ্জিয়ারিং – ৮০
  5. টেক্সটাইল ইঞ্জিয়ারিং ম্যানেজমেন্ট – ৮০
  6. টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন – ৪০
  7. ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিয়ারিং – ৪০
  8. টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স – ৪০
  9. ডাইজ এন্ড কেমিক্যালস ইঞ্জিয়ারিং – ৪০
  10. এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং – ৪০

১০ টি বিভাগ মিলে মোট ৬০০ আসন রয়েছে!

 

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ জুন রোজ শুক্রবার সকাল ৯:৩০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত।

 

ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ

৮ জুলাই, ২০২১

 

গুচ্ছ বিশ্ববিদ্যালয় আবেদন প্রক্রিয়ার বিস্তারিত পড়ুন 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!