fbpx

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১২টি নতুন কোর্স চালু হচ্ছে

দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে কর্মমুখী ১২টি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯৫তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় উপাচার্য মশিউর রহমান সভাপতির বক্তব্যে বলেন, যুগের চাহিদার নিরিখে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ও ফিজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন করছে। এরই অংশ হিসেবে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ১২টি কর্মমুখী পিজিডি কোর্স চালু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশ–বিদেশে নতুন কর্মসংস্থানে যুক্ত হতে পারবেন। পাশাপাশি কোভিড পরিস্থিতি বিবেচনায় ব্লেন্ডেড এডুকেশন সিস্টেম নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয়।

সভায় চূড়ান্ত অনুমোদিত কর্মমুখী ১২টি পিজিডি কোর্স হলো—ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), ল্যাংগুয়েজ ইংলিশ অ্যান্ড অ্যারাবিক, অন্ট্রাপ্রেনিউরশিপ, ফার্মিং টেকনোলজি, ডেটা অ্যানালাইসিস, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, সার্টিফায়েড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান, সাইবার সিকিউরিটি ও সিকিউরিটি ম্যানেজমেন্ট।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, পিএসসির সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাববীর আহমেদ, বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ একাডেমিক কাউন্সিলের ৩৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি শিক্ষকদের নিয়ে এই ১২টি কোর্সের কারিকুলাম ও কোর্স শিডিউল তৈরি করেন, যা গতকাল চূড়ান্তভাবে একাডেমিক কাউন্সিলে অনুমোদন পায়।

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!