fbpx

স্কুল রিভিউ – কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়, মুরাদনগর, কুমিল্লা

কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় ,বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় এটি ১ ৯৫৭ সাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে গৌরবের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন গুনী মানুষদের উচ্চ মাধ্যমিক শিক্ষালয় হয়ে ছিলো এই কলেজ। তাই দেশব্যাপী এর সুখ্যাতি বিরাজমান। লেখাপড়ার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের মেধা প্রকাশের জন্য রয়েছে অনেকগুলো ক্লাব। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল সহ নানা ধরনের খেলার ও সুযোগ পায় শিক্ষার্থীরা। বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এর মতো সহশিক্ষামূলক কার্যক্রম এর সুব্যবস্থা ও রয়েছে এই প্রতিষ্ঠানটিতে।

অবকাঠামো

  • ৪টি ভবন (একাডেমিক + প্রশানিক)
  • ১ টি বড় খেলার মাঠ
  • তরুদ্যান
  • স্বাস্থ্যসম্মত ক্যান্টিন
  • আকর্ষণীয় অডিটোরিয়াম
  • একটি লাইব্রেরি
  • একটি কমনরুম
  • একটি মসজিদ
  • বিজ্ঞানাগার
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম

ভর্তির সম্পর্কিত তথ্য

 

ভর্তি যোগ্যতা

প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় নূন্যতম GPA 4.00 পেতে হবে

 

ড্রেস কোড

  • শার্ট – সাদা
  • প্যান্ট – কালো
  • টুপি-সাদা (Prayer cap)

খরচ

  • ভর্তি ফি: ১০০০ টাকা

ক্লাসের সময় এবং নিয়মাবলী

কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় এর ক্লাসের সময়সীমা সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। ছাত্রদের সকাল ১০ টার পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে নিজের উপস্থিতি নিশ্চিত করতে হয়। তারপর আবার ছুটির পর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং এর মাধ্যমে নিজের বিদ্যালয়ের অবস্থানের তথ্য নিশ্চিত করতে হয়।

 

Join Our Team Now! Apply Here

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!