এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন এর সময়সীমা প্রকাশিত
অবশেষে প্রকাশিত হয়ে গেলো এস এস সি পরীক্ষা ২০২০ এর ফলাফল। অনেকেই পরিশ্রমের পুরষ্কার হিসেবে আশানুরুপ ফলাফল পেয়ে আনন্দিত। আবার অনেকেই আশানুরূপ ফলাফল না পেয়ে চিন্তিত। এমন সময়ে সবার আগে যে কথাটি সবার আগে মাথায় আসে তা হলো “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Board Challange” অথবা “Rescrutiny” । শব্দ ভিন্ন হলে ব্যাপারটা আসলে একই। চলুন জেনে নেওয়া যাক পুনঃনিরীক্ষণ আসলে কি এবং কিভাবে করতে হয়।
পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ কী?
যেকোন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের যাদের ফলাফল আশানুরুপ না হয় এবং এমন হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Board Challange” “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। আমাদের অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু মনে রাখবেন বোর্ড কখনোই খাতা পুনরায় মূল্যায়ন করে না, মূলত এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখে।
পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে?
এর জন্যে আপনার প্রথমেই যেটা দরকার হবে তা হলো একটি টেলিটক সিম, টেলিটক সিমে ম্যাসেজ এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায়। এর জন্যে আপনাকে যা করতে হবে:
মোবাইল এর ম্যাসেজ/এসএমএস অপশন এ গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ চট্টগ্রাম বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 172536 তার বাংলার বিষয়ে আবেদনের জন্যে লিখতে হবে
RSC<স্পেস>CHI<স্পেস>172536<স্পেস>101
ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস/ম্যাসেজে এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। এর জন্যে বিষয়কোডের মাঝে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হলে লিখতে হবেঃ
RSC<স্পেস>CHI<স্পেস>172536<স্পেস>101,107
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য নির্দিষ্ট চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট দ্বিগুণ টাকা কাটা হবে।
ফিরতি ম্যাসেজে এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে ১৬২২২ হতে একটি পিন নম্বর দেওয়া হবে। চেক করে নিয়ে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস> আপনাকে সরবরাহ করা পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 52052 এবং আপনার মোবাইল নম্বর 01635XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>52052<স্পেস>01635XXXXXX
উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনি আবেদন করতে পেরেছেন।
পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এর সময়সীমা
শিক্ষা বোর্ড কর্তৃক বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময়সীমা ঘোষনা দেয়া হয়। সাধারণত এই সময়সীমা হয় রেজাল্ট প্রকাশিত হওয়ার ৭ দিন (এক সপ্তাহ) এর মতো। এবারের আবেদনের সময়সীমা পহেলা জুন হতে ৭ই জুন ২০২০ পর্যন্ত। এই সময়ের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে।।
বিভিন্ন পাবলিক পরীক্ষা রুটিন, ফলাফল, কলেজ, ইউনিভার্সিটি ও সাবজেক্ট রিভিউ, নোটিশ এবং সার্কুলার সবার আগে পেতে চোখ রাখুন https://edunews.com.bd/ ওয়েবসাইতে।