fbpx

চট্টগ্রামের সেরা ১০ কলেজ

কলেজ ভর্তি নিয়ে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা শুরু হয়েছে। তাদের কলেজ ভর্তিকেন্দ্রিক দুশ্চিন্তা কিছুটা লাঘব করতেই আমাদের সেরা ১০ কলেজ সিরিজটি করা হয়েছে। আজকের পোস্টে আমরা জানবো বন্দরনগরী চট্টগ্রামের সেরা ১০ কলেজ নিয়ে। চট্টগ্রামের সেরা কলেজগুলোর আবেদন যোগ্যতা, ভর্তি ফি, মাসিক বেতন নিয়ে সংক্ষেপে আলোচনা করা হবে। কলেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কলেজ রিভিউ সেকশন থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারবে।

 

 

চট্টগ্রাম কলেজ

চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এটি প্রতিষ্ঠার দিক থেকে বাংলাদেশের ২য় কলেজ।১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের জন্ম। প্রতিষ্ঠালগ্নের তেত্রিশ বছর পরে ১৮৬৯ সালে একে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। তখন থেকেই এটি চট্টগ্রাম সরকারি কলেজ বা চট্টগ্রাম কলেজ নামে পরিচিত হয়।

  • ধরন: সরকারি কলেজ
  • অবস্থান: চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার কলেজ রোডে অবস্থিত।
  • ওয়েবসাইট: www.ctgcollege.gov.bd
  • EIIN: 104532

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান – ৫.০০
  • মানবিক – ৩.৫০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – ৬৬০ টি
  • মানবিক – ৩৮০টি




সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম শহরের একটি ঐতিহ্যবাহী সরকারি কলেজ। নয়নাভিরাম ও মনমুগ্ধকর এই হাজী মুহাম্মদ মহসিন কলেজ বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত।

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান – ৫.০০
  • ব্যবসায় শিক্ষা – ৪.৫০
  • মানবিক – ৩.৫০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – ৬৬০টি
  • ব্যবসায় শিক্ষা – ৬১৫টি
  • মানবিক – ৪৬০টি



সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম

বন্দরনগরী খ্যাত চট্টগ্রামের আলকরণ এলাকায় একটি ভাড়া বাসায় ১৯৪৭ সালে ‘গভ. কমার্সিয়াল ইনস্টিটিউট’ এর একটি অংশ হিসাবে সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম এর যাত্রা শুরু।এরপর ১৯৬৪ খ্রিস্টাব্দে স্ট্র্যান্ডরোডস্থ নাহার বিল্ডিং-এ এবং সবশেষে ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকে কলেজটি আগ্রাবাদের বর্তমান নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়।এরপর থেকেই ফুলে-ফলে,শিক্ষার্থীদের পদচারণায় আজকের এই মনোমুগ্ধকর ৫.১৬ একরের বিশেষায়িত প্রতিষ্ঠানের পথচলা।দীর্ঘ এ সময়ে কমার্স কলেজ নামে-সুখ্যাতিতে এক অনন্য উচ্চতায় উঠে এসেছে।ব্যবসায় শিক্ষা বিভাগের হাজার-হাজার শিক্ষার্থীর স্বপ্নের জায়গা সরকারি কমার্স কলেজ,চট্টগ্রাম।

  • ধরন: সরকারি কলেজ
  • অবস্থান: আগ্রাবাদ
  • ওয়েবসাইট: https://gcom.edu.bd
  • EIIN: 104302

আবেদনের যোগ্যতা:

  • ব্যবসায় শিক্ষা – ৪.৫০

আসন সংখ্যা:

  • ব্যবসায় শিক্ষা – ৯০০টি



চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ

  • ধরন: বেসরকারি কলেজ
  • অবস্থান: বায়জিদ বোস্তামি – ৪২০১, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট
  • ওয়েবসাইট: http://www.ccpc.edu.bd/
  • EIIN: 104051

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান (বাংলা) – ৫.০০
  • বিজ্ঞান (ইংরেজি)– ৫.০০
  • মানবিক (বাংলা) – ৩.০০
  • ব্যবসায় শিক্ষা (বাংলা) – ৪.০০
  • ব্যবসায় শিক্ষা (ইংরেজি)– ৪.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান (বাংলা) – ৫১০টি
  • বিজ্ঞান (ইংরেজি)– ২০০টি
  • মানবিক (বাংলা) – ১৬০টি
  • ব্যবসায় শিক্ষা (বাংলা) – ২০০টি
  • ব্যবসায় শিক্ষা (ইংরেজি)– ৭৫টি



চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ

  • ধরন: সরকারি কলেজ
  • অবস্থান: নাসিরাবাদ, খুলশি, চট্টগ্রাম
  • ওয়েবসাইট: https://www.cgwc.edu.bd/
  • EIIN: 104710

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান – ৫.০০
  • ব্যবসায় শিক্ষা – ৪.০০
  • মানবিক – ৩.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – ৫০০টি
  • ব্যবসায় শিক্ষা – ৫০০টি
  • মানবিক – ৪০০টি



সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

সরকারী সিটি কলেজ বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি সরকারি কলেজ। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি প্রথমে নাইট কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের পাঠ দান চালু রয়েছে। স্নাতক পর্যায়ে এখানে ডিগ্রি (পাস) ছাড়াও ৪ বছর মেয়াদি সম্মান কোর্স চালু রয়েছে।

  • ধরন: সরকারি কলেজ
  • অবস্থান: নিউ মার্কেট মোড় নিকটবর্তী আইস্ ফ্যাক্টরী রোডে অবস্থিত। এর বিপরীতে চট্টগ্রাম রেলওয়েস্টেশন অবস্থিত।
  • EIIN: 104301

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান (দিবা) – ৫.০০
  • মানবিক (দিবা) – ৩.০০
  • মানবিক (সান্ধ্য) – ৩.০০
  • ব্যবসায় শিক্ষা (দিবা) – ৪.০০
  • ব্যবসায় শিক্ষা (সান্ধ্য)– ৪.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান (দিবা) – ৬৬০টি
  • মানবিক (দিবা) – ৩৮০টি
  • মানবিক (সান্ধ্য) – ৩৮০টি
  • ব্যবসায় শিক্ষা (দিবা) – ৩৮০টি
  • ব্যবসায় শিক্ষা (সান্ধ্য)– ৩৮০টি



ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ

ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম (সংক্ষেপেঃ IPSC নামে পরিচিত) হলো চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি এমইএস কলেজের সম্মুখে অবস্থিত। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এই প্রতিষ্ঠানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

  • নীতিবাক্য: শিক্ষা ব্রতে এসো, সেবার তরে যাও
  • অবস্থান: চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত
  • ওয়েবসাইট: http://www.ipscctg.edu.bd/
  • EIIN: 104711

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান – ৫.০০
  • ব্যবসায় শিক্ষা – ৪.০০
  • মানবিক – ৩.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – ২৬০টি
  • ব্যবসায় শিক্ষা – ১৯৫টি
  • মানবিক – ১৫০টি



হাজেরা তজু ডিগ্রি কলেজ

হাজেরা-তজু ডিগ্রী কলেজ চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। চট্টগ্রাম ৮ নং আসনের সাবেক সংসদ সদস্য ও মাননীয় বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসি ১৯৯১ সালে মহিলা কলেজ হিসেবে কলেজটি প্রতিষ্ঠা করেন। নুরুল ইসলাম বিএসসি এর মাতা “হাজেরা” ও পিতা “তজু” এর নামে নামকরণ করা হয় “হাজেরা – তজু ডিগ্রী কলেজ”। পরবর্তীতে কলেজটিতে ছাত্র-ছাত্রী সবার জন্য পড়ার সুযোগ করে দেয়া হয়।

  • ধরন: বেসরকারি কলেজ
  • অবস্থান: চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানায় অবস্থিত
  • ওয়েবসাইট: https://htdc.edu.bd/
  • EIIN: 104237

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান – ৪.৫০
  • ব্যবসায় শিক্ষা – ৩.৭৫
  • মানবিক – ৩.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – ৯৯৯টি
  • ব্যবসায় শিক্ষা – ৫০০টি
  • মানবিক – ৩৫০টি



কক্সবাজার সরকারি কলেজ

দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার তীর্থস্থান ও এই অঞ্চলের সর্ববৃহৎ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। এটি  কক্সবাজার জেলার অন্যান্য কলেজের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সর্বপ্রথম স্বীকৃত কলেজ।  ১৯৬২ সনে প্রতিষ্ঠার পর মাধ্যমিক ও বানিজ্য বিভাগ নিয়ে এই কলেজ যাত্রা শুরু করে এবং ১৯৮০ সালের পহেলা মার্চে জাতীয়করণ হওয়ার পর থেকে এই কলেজ কক্সবাজার সরকারি কলেজ নামে পরিচিত হতে শুরু করে।

  • ধরন: সরকারি কলেজ
  • অবস্থান: পর্যটন নগরী কক্সবাজার জেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডস্থ মুহুরিপাড়া এলাকায় অবস্থিত
  • ওয়েবসাইট: http://www.cgc.edu.bd/
  • EIIN: 106317

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান – ৪.০০
  • ব্যবসায় শিক্ষা – ৩.৫০
  • মানবিক – ৩.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান – ৩৭৫টি
  • ব্যবসায় শিক্ষা – ৩৭৫টি
  • মানবিক – ৪০০টি



বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম

  • ধরন: বেসরকারি কলেজ
  • অবস্থান: চট্টগ্রাম জেলার ৪১ নং ওয়ার্ড, পতেঙ্গা থানার বিমান বন্দর এলাকায় অবস্থিত।
  • ওয়েবসাইট: http://bafsc.edu.bd/
  • EIIN: 104265

আবেদনের যোগ্যতা:

  • বিজ্ঞান (বাংলা) – ৪.৭৫
  • বিজ্ঞান (ইংরেজি) – ৪.০০
  • ব্যবসায় শিক্ষা (বাংলা) – ৩.৫০
  • ব্যবসায় শিক্ষা (ইংরেজি) –৩.৫০
  • মানবিক – ৩.০০

আসন সংখ্যা:

  • বিজ্ঞান (বাংলা) – ৩৩৫টি
  • বিজ্ঞান (ইংরেজি) – ১২০টি
  • ব্যবসায় শিক্ষা (বাংলা) – ৩৫০টি
  • ব্যবসায় শিক্ষা (ইংরেজি) –৮০টি
  • মানবিক – ১৬০টি

Quick Links

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!