এইচএসসি ২০২৩ পুনঃনিরীক্ষণ আবেদন কবে করা যাবে? অবশেষে প্রকাশিত হয়ে গেলো এইচ এস সি পরীক্ষা ২০২৩ এর ফলাফল। অনেকেই পরিশ্রমের পুরষ্কার হিসেবে আশানুরুপ ফলাফল পেয়ে আনন্দিত। আবার অনেকেই আশানুরূপ ফলাফল না পেয়ে চিন্তিত। এমন সময়ে সবার আগে যে কথাটি সবার আগে মাথায় আসে তা হলো “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Board Challenge” অথবা “Rescrutiny” । শব্দ ভিন্ন হলে ব্যাপারটা আসলে একই। এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করতে চলুন জেনে নেওয়া যাক পুনঃনিরীক্ষণ আসলে কি এবং কিভাবে করতে হয়।
যেকোন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের যাদের ফলাফল আশানুরুপ না হয় এবং এমন হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Board Challenge” “Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। আমাদের অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু মনে রাখবেন বোর্ড কখনোই খাতা পুনরায় মূল্যায়ন করে না, মূলত এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখে।
এর জন্যে আপনার প্রথমেই যেটা দরকার হবে তা হলো একটি টেলিটক সিম, টেলিটক সিমে ম্যাসেজ এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায়। এর জন্যে আপনাকে যা করতে হবে:
মোবাইল এর ম্যাসেজ/এসএমএস অপশন এ গিয়ে লিখবেন-
উদাহরণঃ চট্টগ্রাম বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456 তার বাংলার বিষয়ে আবেদনের জন্যে লিখতে হবে
RSC CHI 123456 101
ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস/ম্যাসেজে এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। এর জন্যে বিষয়কোডের মাঝে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হলে লিখতে হবে
RSC CHI 123456 101,107
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য নির্দিষ্ট চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে বিষয়/পত্রের কোডগুলো আলাদাভাবে লিখতে হবে। এক্ষেত্রে দুইটি পত্রের জন্য মোট দ্বিগুণ টাকা কাটা হবে।
যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে
RSC CHI 123456 174,175,176,177
ফিরতি ম্যাসেজে এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে ১৬২২২ হতে একটি পিন নম্বর দেওয়া হবে। চেক করে নিয়ে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস> আপনাকে সরবরাহ করা পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 52052 এবং আপনার মোবাইল নম্বর 01635XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC YES 52052 01635XXXXXX
উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনি আবেদন করতে পেরেছেন।
শিক্ষা বোর্ড কর্তৃক বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময়সীমা ঘোষনা দেয়া হয়েছে। ২৭ নভেম্বর ২০২৩ হতে শুরু করে এই আবেদন চলবে ০৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
এইচএসসি ২০২৩ পুনঃনিরীক্ষণ আবেদন
বিভিন্ন পাবলিক পরীক্ষা রুটিন, ফলাফল, কলেজ, ইউনিভার্সিটি ও সাবজেক্ট রিভিউ, নোটিশ এবং সার্কুলার সবার আগে পেতে চোখ রাখুন https://edunews.com.bd/ ওয়েবসাইতে।
মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More
এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More
পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪ টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ডি ইউনিট এর অধীনে মোট ৭ টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More