fbpx

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ এর ফল প্রকাশ আজ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এর ফল আজ রোববার (১৩ মার্চ) প্রকাশিত হবে। ফল প্রকাশের সামগ্রিক প্রস্তুতি শেষ করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় দ্রুততার সাথে এই ফল প্রকাশের উদ্যোগ নেয় সমন্বয় বোর্ড।

এই ব্যপারে প্রফেসর এস এম আমিরুল ইসলাম বলেন বেলা ১১টার পর যেকোন সময় ফল প্রকাশ হবে। যাদের ফল পরিবর্তন হয়েছে তারা মুঠোফোনে এসএমএস পাবেন।গত ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ২০ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। পুনর্নিরীক্ষার আবেদন ফি সাবজেক্ট প্রতি ১৫০ টাকা ছিল।

গত ১৩ ফেব্রুয়ারী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। সমন্বিত শিক্ষাreবোর্ডে পাশের হার ছিলো  ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ এর ফল প্রকাশ আজ।

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো যেভাবে। 

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!