fbpx

কলেজ রিভিউ – আল-আমীন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর

আল-আমীন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর; জেলার তথা পুরো কুমিল্লা বোর্ডের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। চাঁদপুর কালীবাড়ি-প্রেসক্লাব রোডে গিয়ে কাজী নজরুল ইসলাম সড়কে একটু সামনে গেলেই চোখে পড়বে প্রধান ক্যাম্পাস। তাছাড়াও শহরের আলিমপাড়ায় মেয়েদের জন্য রয়েছে ছাত্রী ক্যাম্পাস।

১৯৭৮ সালের ২২ জানুয়ারি ১৪ জন শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক নিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং তখন থেকেই অত্যন্ত গৌরবের সাথে দেশের শিক্ষাক্ষেত্রে অবদান রেখে আসছে। ১৯৯৮ সালে ছাত্রী শাখা খোলা হয় এবং ২০০২ সালে ছাত্রী শাখা তাদের নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কলেজ শাখার যাত্রা শুরু হয়। লেখাপড়ার পাশাপাশি আল-আমীন একাডেমী স্কুল এন্ড কলেজ এ শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য রয়েছে লাইব্রেরি, খেলাধুলার ব্যবস্থা। বিএনসিসি, এয়ার রোভার, স্কাউট এর মতো শিক্ষামূলক কার্যক্রম এর সুব্যবস্থা রয়েছে এখানে।

 

যা যা আছে ক্যাম্পাসে

  • ৫ তলা কলেজ ভবন
  • ৩ তলা স্কুল ভবন
  • ৪ তলা হোস্টেল
  • ৫ তলা ভবন (ছাত্রী শাখা)
  • খেলার মাঠ
  • ক্যান্টিন
  • বিশাল অডিটোরিয়াম
  • লাইব্রেরি
  • ক্লাব
  • নামাজ ঘর

 

ভর্তি সম্পর্কিত তথ্য

অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।

EIIN: 103574

Website: http://aaac.comillaboard.gov.bd/

 

আসন সংখ্যা ও যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগঃ ১৫০ (GPA- 4.25)
  • ব্যবসা শিক্ষাঃ ১৫০ (GPA- 3.5)
  • মানবিক বিভাগঃ ১৫০৷ (GPA- 3)

 

কলেজ ড্রেস

  • ছেলেঃ
    • সাদা হাফ হাতা শার্ট
    • কালো প্যান্ট
    • জুতা
  • মেয়েঃ
    • কালো বোরখা
    • হিজাব

খরচ

  • ভর্তি ফিঃ
  • মাসিক বেতনঃ ৫০০ টাকা
  • সেশন ফিঃ

আল-আমীন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<

info: Rashed Hossain

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!