fbpx

স্বাধীনতা কুইজ ২০২২

স্বাধীনতা কুইজ ২০২২

নিয়মাবলীঃ

  1. কলেজ লেভেলের সকলের জন্য উন্মুক্ত। এডমিশন ক্যান্ডিডেটরাও অংশ নিতে পারবে। 
  2. কোন টাইম লিমিট নেই, ২৬ টা প্রশ্নের মধ্যে যতটা ইচ্ছে এন্সার করা যাবে।
  3. সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করে দেওয়া হবে। সুতরাং ফেক প্রোফাইলের কেও অংশ নিতে পারবেনা। একজন একের অধিক সাবমিট করলে দুইটি সাবমিশনই বাতিল বলে গণ্য হবে। 
  4. এই প্রতিযোগীতা ২৬ মার্চ ২০২২ সকাল ১০ টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত চলবে। এর পর সাবমিট করতে পারবেনা কেও। 

যেকোন প্রয়োজনে Email অথবা ফেসবুক পেইজ এর মাধ্যমে আমদের সাথে যোগাযোগ করা যাবে। 


১. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা কত তারিখে উত্তোলন করা হয়?

২. নিচের কোন মহিলা একজন মহিলা বীরপ্রতীক?

৩.  মুক্তিযুদ্ধের ব্যতিক্রমধর্মী সেক্টর কোনটি?

৪. "এদেশের মাটি চাই, মানুষ নয়" - উক্তিটি কার?

৫.   খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন?

৬.  মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন

৭.  কে ফোর্সের অধিনায়ক কে ছিলেন?

৮.  মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা "সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা-

Related Articles

৯. যুক্তফ্রন্টের ইশতেহার ছিলো-

১০. মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?

১১. গণ আজাদী লীগের দাবী ছিল-

১২. মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের প্রতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

১৩. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?

১৪. "স্বাধীনতা পদক ২০২২"  এ "চিকিৎসাবিদ্যা" ক্ষেত্রে কতজন ব্যাক্তি পদক পান?

১৫. আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক কে ছিলেন?

১৬. বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযুদ্ধা কে?

১৭. কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?

১৮. বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কতজন ছিলো?

১৯. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে? 

২০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল?

২১. প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় কোথায়?

২২. "মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি" গানটির গীতিকার কে?

২৩. স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় কত তারিখে?

২৪. বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয় কত তারিখে?

২৫. মুজিবনগর স্মৃতিসৌধটির স্তম্ভ কয়টি?

২৬. "ওরা এগারজন" চলচ্চিত্রের পরিচালক কে?

 

 

স্বাধীনতা কুইজ ২০২২ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এডুনিউজ কর্তৃক আয়োজিত। এই কুইজে অংশ নিতে পারবে বাংলাদেশের কলেজ লেভেলে পড়ুয়া শিক্ষার্থীরা।  এই কুইজের টাইটেল স্পন্সর ওয়েব সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান সাইবার স্কোয়াড বাংলাদেশ.

 

আপনিও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ দিতে পারেন আমাদের ওয়েবসাইটে। নিচের লিংকে প্রবেশ করে যাবতীয় সব তথ্য দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে তুলে ধরুন সবার সামনে।

শিক্ষা প্রতিষ্ঠানের রিভিউ প্রদান

 

সারা দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!