দাখিল দশম শ্রেণি পর্যন্ত আমরা কোন বিষয়ে কোন লেখকের কোন বই পড়বো সেসব নিয়ে মাথাব্যথার কোনো সুযোগেই ছিল নাহ্। মাদরাসা শিক্ষাবোর্ড থেকে নির্দিষ্ট করা একেই বই পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী পড়তো। সরকার থেকেই দেওয়া হতো বিনামূল্যে। চিত্রপট পাল্টে যায় দাখিল পরীক্ষার গন্ডি পেরিয়ে যখন শিক্ষার্থীরা আলিমের গন্ডিতে পা রাখে। বেশিরভাগ বইই কেনা লাগে। বাংলা ইংরেজি আরবী এসব বই মাদরাসা বোর্ড থেকেই নির্দিষ্ট করা থাকে। তাই এসব বই নিয়ে চিন্তার কারন নেই। কিন্তু এছাড়া বাকি সকল বিষয়েরই অনেক অনেক লেখকের বই রয়েছে। একেক মাদরাসায় একেক বই সাজেস্ট করা হয় আবার এলাকা ভিত্তিক সকল বই পাওয়া যায় ও না। বই ব্যবসায়ীদের জন্য সকল এলাকায় দেখা অনেক সময় ভালো লেখকের বই পড়ানো হয় না। এসব প্রতিকূলতা মাথায় রেখেই কোন বিষয়ের জন্য কোন কোন লেখকের বই পড়তে হবে মাদরাসার আলিম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সেসব আলিম বিজ্ঞান বই তালিকা নিয়েই আলোচনা করবো এই পোস্টে।
যারা ব্যবসায় শিক্ষা বিভাগের বুকলিস্ট চাচ্ছেন তারা এখানে ক্লিক করুন।
আলিম বিজ্ঞান বই তালিকা ইংরেজীতে পড়তে ক্লিক করুন
সকল কলেজে, টিউশনে, কোচিং এ শিক্ষার্থীদের বলা হয় প্রত্যেক বিষয়ে ন্যূনতম ২জন লেখকের বই অনুসরণ করতে। বাস্তবিক অর্থে ২জনের বেশি লেখকের বই অনুসরণ করা সম্ভব হয়ে উঠে নাহ্। মাদরাসা থেকেই বুক লিস্ট দিয়ে দেয় কিন্তু সেসবের উর্ধ্বে গিয়ে কোন লেখকের বই আলিম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবে তা নিয়েই আমাদের আজকের আলোচনা।
পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্র, রসায়ন ১ম ও ২য় পত্র,উচ্চতর গনিত ১ম ও ২য় পত্র, জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র এই বিষয়গুলো রয়েছে বিজ্ঞান বিভাগের। আর আইসিটি, বাংলা, ইংরেজি, আরবী, কুরআন, হাদিস, ফিকহ এসব সকল বিভাগের কমন বিষয়।
প্রথমেই আসি পদার্থবিজ্ঞানের কথায়। পদার্থবিজ্ঞানে একই সাথে থিওরি এবং সে সম্পর্কিত ম্যাথে গুরুত্ব দেওয়া প্রয়োজন। থিওরি যদি সহজ ভাষায় বুঝতে হয় তাহলে ড. শাহজাহান তপন স্যারের বইয়ের বিকল্প নেই। আর ম্যাথের ক্ষেত্রে আমির হোসেন স্যারের বই। যেকোনো একটা বইকে পুরোদমে পড়ে আরেকটা শুধু ওভারভিউ করে প্রশ্ন আর অনুশীলনের ম্যাথ গুলো প্রাকটিস করলেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব।
পদার্থবিজ্ঞান প্রথম পত্র যে যে লেখকের বই অনুসরণ করবো:
পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যে যে লেখকের বই অনুসরণ করবো:
এবার আসি রসায়নের কথায়। রসায়নের অধ্যায়গুলোকে ২ভাগে দেখা যায়। কিছু আছে পিউর থিওরী আর কিছু আছে থিওরী+ম্যাথ। সেক্ষেত্রে একটা বই কখনোই যথেষ্ট নয়। থিওরি সম্পর্কিত যেসব অধ্যায় যেমন প্রথম পত্রের ৩য় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, দ্বিতীয় পত্রের ২য় অধ্যায় জৈব যৌগ এসব অধ্যায়ের জন্য হাজারী নাগ অথবা আহসানুল কবির স্যারের যেকোনো একটা বই অনুসরণ করাই যথেষ্ট। কিন্তু ম্যাথ সম্পর্কিত যেসব অধ্যায় যেমন প্রথম পত্রের ২য় ও ৪র্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের ১ম,৩য়,৪র্থ অধ্যায় এসব অধ্যায়ের জন্য সঞ্জিত কুমার গুহ্ স্যারের বই অনুসরণ করা শ্রেয়। প্রচুর গানিতিক সমস্যা দেওয়া আছে স্যারের বইয়ে।
রসায়ন ১ম পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :
রসায়ন ২য় পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :
এইচ এস সি উচ্চতর গণিতে এত এত অধ্যায় যে দুইটা বই সম্পূর্ণ শেষ করা হয়তো সম্ভব হবে নাহ্। এক্ষেত্রে সাজেস্ট করা যেকোনো একটা বই পুরো সমাধান করে আরেকটা বইয়ের ব্যতিক্রমী সমস্যাগুলো সমাধান করলেই হয়ে যাবে। এক্ষেত্রে নিজেদের পছন্দ মতো একটাকে মেইন রেখে আরেকটা ওভারভিউ দিতে পারো।
এক্ষেত্রে উচ্চতর গণিত প্রথম পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :
উচ্চতর গনিত ২য় পত্রের জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :
ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য অনেকে কেতাব উদ্দীন স্যারের বইকে বেশি প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে তোমারও দিতে পারো। তবে ঐ যে প্রথমে বললাম যেকোনো একজনের বইকে মেইন রেখে আগালেই হবে।
জীববিজ্ঞানের অধ্যায়গুলোতে এত এত ইনফরমেশন থাকে যে উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান উভয়ের জন্য দুইটা করে বই পড়া কঠিন একটু। তবে এক্ষেত্রে বিচলিত হবার কিছু নেই। জীববিজ্ঞানে উভয়পত্রে একটা করে বই অনুসরণ করাই যথেস্ট। উদ্ভিদবিজ্ঞানের জন্য ড. মোহাম্মদ আবুল হাসান আর প্রাণীবিজ্ঞানের জন্য গাজী এস. এম. আজমল স্যারের বই অনুসরণ করাই যথেষ্ট। তবে যারা মেডিকেল এবং বিভিন্ন ভার্সিটির জীববিজ্ঞান অনুষদে পরীক্ষা দিবা তারা আরো একটা বই করে পড়তে পারো।
উদ্ভিদবিজ্ঞানের জন্য যে বই অনুসরণ করবো :
প্রাণীবিজ্ঞানের জন্য যে বই অনুসরণ করবো :
আই সি টির বিষয়ে বলা যাক এবার। আই সি টি সকল বিভাগের জন্যই কমন বিষয়। এক্ষেত্রে মাহবুবুর রহমান স্যারের বইটাই অনুসরণ করা যথেষ্ট। তবে আরো একটা বই ফলো করা মানে মোটামুটিভাবে বলা চলে বিপদমুক্ত থাকা।
আইসিটির জন্য যে যে লেখকের বই অনুসরণ করবো :
মাত্র তো এসএসসি শেষ, কেবল ভর্তি শুরু হবে কলেজে। চিন্তিত না হয়ে কলেজে ভর্তি হয়ে আস্তে আস্তে পড়াশোনা শুরু করলেই হবে। শুভকামনা থাকলো সবার প্রতি।
আলিম বিজ্ঞান বই তালিকা ইংরেজীতে পড়তে ক্লিক করুন
দেশের সকল স্কুল, কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনই। Registration Form.
Info : Saeed Abdullah
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More
মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More
The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More
এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More
পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪ টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More