fbpx

HSC Board Challenge 2023 – Application Date

HSC Board Challenge 2023 Application Date is announced. It will be continued from February 9, 2023 to February 15, 2023. However, the Secondary and Higher Secondary Education Board released their official announcement of the HSC result Recheck 2023. Let’s see the full application process for the HSC Board Challenge 2023 (Exam 2022).

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ শুরু হয়েছে, চলবে ১৫ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ কী?

যেকোন পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের যাদের ফলাফল আশানুরুপ না হয় এবং এমন হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “পরীক্ষার খাতা চ্যালেঞ্জ”, “Board Challenge”Rescrutiny” ইত্যাদি নামে পরিচিত। আমাদের অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু মনে রাখবেন বোর্ড কখনোই খাতা পুনরায় মূল্যায়ন করে না, মূলত এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখে।

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করবেন কিভাবে?

এর জন্যে আপনার প্রথমেই যেটা দরকার হবে তা হলো একটি টেলিটক সিম, টেলিটক সিমে ম্যাসেজ এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায়। এর জন্যে আপনাকে যা করতে হবে:

মোবাইল এর ম্যাসেজ/এসএমএস অপশন এ গিয়ে লিখবেন-

RSC <স্পেস> আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর
<স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড

 

উদাহরণঃ চট্টগ্রাম বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456 তার বাংলার বিষয়ে আবেদনের জন্যে লিখতে হবে

RSC  CHI  123456  101

ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠিয়ে দিতে হবে।

উল্লেখ্য আপনি একটি এসএমএস/ম্যাসেজে এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। এর জন্যে বিষয়কোডের মাঝে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হলে লিখতে হবে

RSC  CHI  123456  101,107

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য নির্দিষ্ট চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে বিষয়/পত্রের কোডগুলো আলাদাভাবে লিখতে হবে। এক্ষেত্রে দুইটি পত্রের জন্য মোট দ্বিগুণ টাকা কাটা হবে।

যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের/পত্রের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে

RSC  CHI  123456  174,175,176,177

ফিরতি ম্যাসেজে এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে ১৬২২২ হতে একটি পিন নম্বর দেওয়া হবে। চেক করে নিয়ে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস> আপনাকে সরবরাহ করা পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 52052 এবং আপনার মোবাইল নম্বর 01635XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ

RSC  YES  52052  01635XXXXXX

উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনি আবেদন করতে পেরেছেন।



 বিশেষ নির্দেশনা

  • প্রতি বিষয়ের জন্য আবেদন ফি ৩০০/- (তিনশত) টাকা
  • দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ১ম পত্রে আবেদন করতে হবে, এক্ষেত্রে ১ পত্রে আবেদন করলে দুইটি পত্রেই আবেদন হয়েছে বলে ধরে নেয়া হবে এবং একটি বিষয়ের আবেদন ফি কাটা হবে। 
  • ম্যানুয়েল কোন আবেদন গ্রহণ করা হবে না

 

পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এর সময়সীমা

শিক্ষা বোর্ড কর্তৃক বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময়সীমা ঘোষনা দেয়া হয়েছে। ৯ ফেব্রুয়ারী ২০২৩ হতে শুরু করে এই আবেদন চলবে ১৫ ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত। 

২০২৩ সালের মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি এবং বিশেষায়িত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং সকল ধরনের সাহায্যের জন্য নিচের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এড হয়ে নিন:

Facebook Group: Admission Assist

Telegram Channel: Admission Assist

গতবছরের বিজ্ঞপ্তি

 

এইচএসসি ২০২২-২৩ পুনঃনিরীক্ষণ আবেদন

২০২৩ সালের মেডিকেল, পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি এবং বিশেষায়িত সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রশ্নব্যাংক, মডেল টেস্ট এবং সকল ধরনের সাহায্যের জন্য নিচের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে এড হয়ে নিন:

Facebook Group: Admission Assist

Telegram Channel: Admission Assist

বিভিন্ন পাবলিক পরীক্ষা রুটিন, ফলাফল, কলেজ, ইউনিভার্সিটি ও সাবজেক্ট রিভিউ, নোটিশ এবং সার্কুলার সবার আগে পেতে চোখ রাখুন https://edunews.com.bd/ ওয়েবসাইতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Don`t copy text!