fbpx

কলেজ রিভিউ – তেজগাঁও কলেজ

রাজধানী ঢাকার শেরে বাংলা থানার ফার্মগেটে অবস্থিত নামকরা শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও কলেজ। এটি ঢাকার একটু স্বনামধন্য বেসরকারী কলেজ। ১৯৬১ সালে বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামিয়া হাই স্কুলে ঢাকা নাইট কলেজ নামে এই কলেজ যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠান। ১৮মাস পর তেজগাঁও পলিটেকনিক হাই স্কুলে স্থানান্তর করা হয়। এখানে ক্লাস চলে ১৯৬৩ থেকে ১৯৬৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত। নানা প্রতিকূলতায় কলেজকে আবারও স্থানান্তর করা হয় তেজগাঁও শিল্প এলাকার আসাদুল হকের ক্রাউন লন্ড্রিতে। অব্যবহিত পরে অধ্যক্ষ আমিনুল ইসলাম তেজগাঁও শিল্প এলাকা থেকে কলেজটিকে নিয়ে আসেন ফার্মগেটের বর্তমান আল-রাজী হাসপাতালে। এসময়ে ‘ঢাকা নাইট কলেজ’ নামটি পাল্টে বর্তমান ‘তেজগাঁও কলেজ ঢাকা’ নামটি রাখা হয়। বর্তমানে কলেজটি ফার্মগেট ১৬ নম্বর ইন্দিরা রোডে নিজস্ব বিশাল এলাকায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।

অবকাঠামো

  • ৪ টি ছয়তলা বিশিষ্ট ভবন
  • ২টি চারতলা বিশিষ্ট ভবন
  • শহীদ মিনার
  • ক্যান্টিন
  • জামে মসজিদ
  • অডিটরিয়াম
  • ছাত্রছাত্রীদের আলাদা কমনরুম

এছাড়া প্রত্যেক বিভাগের আছে নিজস্ব ল্যাব ব্যাবস্থা। প্রত্যেকটি ল্যাবেই আছে আধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক। নিয়মিত শিক্ষার্থীদের ল্যাব ক্লাস নেয়া হয় এবং হাতে কলমে শিক্ষা দেয়া হয়।শিক্ষার্থীদের দৈনন্দিন উপস্থিতি বায়োমেট্রিক পদ্ধতিতে নির্ধারন করা হয়।পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতাধীন।

ছাত্র

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

শিক্ষকমন্ডলী

বর্তমানে কলেজটিতে মোট ১৩০ জন শিক্ষক ও কর্মচারী কর্মরত  আছেন বিভিন্ন বিভাগে।

অনুষদসমূহ

  • সিএসই(কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল)
  • বিবিএ
  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • গণিত বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • ফিন্যান্স বিভাগ
  • হিসাব বিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • পদার্থ বিজ্ঞান বিভাগ
  • রসায়ন বিভাগ
  • প্রাণরসায়ন বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ
  • উদ্ভিদবিদ্যা বিভাগ
  • ইসলামিক স্টাডিজ বিভাগ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজ কল্যাণ বিভাগ
  • সমাজকর্ম বিভাগ
  • দর্শন বিভাগ
  • মনোবিজ্ঞান বিভাগ
  •  ভূগোল বিভাগ
  • থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিস বিভাগ
  • গার্হস্থ্য অর্থনীতি বিভাগ
  • কম্পিউটার শিক্ষা বিভাগ
  • সাচিবিক বিদ্যা ও অফিস ব্যবস্থাপনা বিভাগ
  • প্রকৌশল অঙ্কন বিভাগ

বেতন

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

পোশাক

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

বিগত বছরের রেজাল্ট:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1363 1363 100.0 135
2019 1343 636 51.17 0
2018 1052 672 63.88 0
2017 1211 764 63.09 1

ক্লাবসমূহ

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

আবাসিক সুবিধা

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

যাতায়াত সুবিধা

শীঘ্রই তথ্য হালনাগাদ করা হবে

ভর্তি যোগ্যতা

ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এবং এক্ষেত্রে বোর্ডের নিয়মাবলি পুরোপুরি অনুসরণ করা হয়

অফিসিয়াল ওয়েবসাইট : www.tejgaoncollege.edu.bd

EIIN: 108533

তেজগাঁও কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!