fbpx

কলেজ রিভিউ- ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা

রাজধানী ঢাকার ডেমরা,যাত্রাবাড়ী এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের তীব্র সংকট এবং এ অঞ্চলের অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচন্ড প্রত্যাশার প্রেক্ষাপটে ২০১০ সালে “ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ” “Dr. Mahbubur Rahman Mollah College (DMRC)” এর আত্মপ্রকাশ। গুনগত শিক্ষা এবং চমকপ্রদ সাফল্য নিশ্চিত করে আজ দশমবর্ষের পরিক্রমাতেই দেশব্যাপী একটি সম্মানজনক অবস্থান তৈরি করে নিয়েছে প্রতিষ্ঠানটি। যুগোপযোগী, আধুনিক এবং উদ্ভাবনমূলক শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থীর মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ করাই যার একমাত্র লক্ষ্য। মাত্র ২২১ জন শিক্ষার্থী নিয়ে ২০১০ সালে যাত্রাবাড়ী এলাকায় ৩টি ভাড়া নেয়া ভবনে পথচলা শুরু করে বর্তমানে ঢাকার ডেমরা রোড সংলগ্ন কনকর্ড মাঠের পাশে গড়ে উঠা দৃষ্টিনন্দিত নিজস্ব ১২ তলা বিশিষ্ট ভবনে কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০০০ জন।

দেশের অনেক নামি-দামি ও প্রসিদ্ধ কলেজের তুলনায় ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজটি একেবারেই নবীন। মাত্র দশ বছরের পথচলাতেই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অনেক প্রাচীন কলেজের শিক্ষার্থী সংখ্যা, ফলাফল কিংবা সাফল্যকে অতিক্রম করে চমক সৃষ্টি করেছে। প্রতি বছর সাড়া জাগানিয়া ফলাফল অল্প সময়েই সারাদেশে এই কলেজের পরিচিতির উপলক্ষ্য। এখনও পর্যন্ত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ৮টি ব্যাচের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।ধারাবাহিকভাবে অর্জিত ফলও গৌরবময়। এখান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা দেশের শ্রেষ্ঠ সরকারি ও স্বায়ত্তশাসিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্যতা ও মেধাবলে সম্মানজনক স্থান করে নিতে সক্ষম হয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এক ঐতিহাসিক ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে তার নিজস্ব মনোরম স্থায়ী ক্যাম্পাসে। সেখানে শিক্ষার্থীদের অত্যন্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। লিফটের সুবিধা সহ প্রতিটি শ্রেণীকক্ষ সুপরিকল্পিত, সুসজ্জিত, ডিজিটাল ও শব্দনিরোধক করে তৈরি করা হয়েছে। প্রায় ১০,০০০ বর্গফুট আয়তন জুড়ে ১২ তলা বিশিষ্ট এই নিজস্ব ভবনে রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টের সমৃদ্ধ ৬৪ টি আধুনিক শ্রেণীকক্ষ, ৭টি বিজ্ঞানাগার, আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী, কমনরুম, অডিটোরিয়াম এবং নামাজের জন্য সুবিশাল এবং সুসজ্জিত স্থান। রয়েছে একটি স্বাস্থ্যসম্মত ক্যান্টিন। শিক্ষার্থীদের আদর্শ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মানে এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সদা তৎপর। চমকপ্রদ ফলাফল এবং মানবিক গুনে বিকশিত, পুষ্পের আবহে শিক্ষার্থীরা দেশ বরেণ্য হয়ে সাফল্যের স্বর্ণমুকুট পরার প্রত্যাশী।

বিশেষত্ব

  • নিজস্ব, মনোরম ও স্থায়ী ক্যাম্পাস
  • দক্ষ, যোগ্য ও অবিজ্ঞ শিক্ষকমন্ডলী
  • সেমিস্টার পদ্ধতিতে শিক্ষাদান
  • প্রতিদিন বিশেষ ক্লাসের ব্যবস্থা
  • শিক্ষার্থীর মেধাভিত্তিক সেকশন গঠন
  • প্রয়োজনীয় বিষয়ে মাল্টিমিডিয়া ক্লাস
  • নিয়মিত একাডেমিক কাউন্সেলিং ও পাঠ পরিচর্যা
  • সৃজনশীলতা ও মানসিক উৎকর্ষ সাধনে বিনোদন
  • সমৃদ্ধ সায়েন্স ল্যাব ও উন্নত কম্পিউটার ল্যাব এবং সুবিশাল লাইব্রেরী
  • পড়ালেখায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ছুটির পরে সংশোধনী/অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা

সেবা সমূহ

  • বিশেষ ক্লাস: একাডেমিক ক্লাসের পাশাপাশি বাধ্যতামূলক বিশেষ ক্লাস এর ব্যবস্থা।
  • পরিবহন:দূরের শিক্ষার্থীদের জন্য রয়েছে “DMRC Ride” নামে ১৮ টি কলেজ বাস এর ব্যবস্থা।
  • তথ্য প্রযুক্তি: শিক্ষার্থীদের অনুপস্থিতি, ফলাফল ও নোটিশসহ প্রয়োজনীয় তথ্যাদি দ্রুততম সময়ে মোবাইলে SMS / E-mail এর মাধ্যমে অভিভাবককে অবহিত করা হয়।
  • লাইব্রেরী: শিক্ষার্থীদের জ্ঞান চর্চার জন্য নানা বিষয়ের বই সমৃদ্ধ এক সুবিশাল বইয়ের সংগ্রহ।

সহ-শিক্ষা কার্যক্রম

  • ডিবেট ক্লাব
  • সায়েন্স ক্লাব
  • রোভার স্কাউট
  • শিক্ষা-সফর

কলেজ ড্রেস

ছাত্র এবং ছাত্রী উভয়ের জন্য ‘খাকি রঙ’ এর কলেজ ড্রেস কলেজ থেকেই সরবরাহ করা হয়।

ফলাফল

সাল – পরীক্ষার্থী – GPA-5 – পাশের হার
২০১২ – ২২১ জন – ১৪২ জন – ১০০%
২০১৩ – ৪০০ জন – ১৭৯ জন – ১০০%
২০১৪ – ৬৩৮ জন – ৫২২ জন – ১০০%
২০১৫ – ৭৭৫ জন – ৬৮৫ জন – ১০০%
২০১৬ – ১১০৬ জন – ৪৬৩ জন – ৯৯.৮২%
২০১৭ – ১১৯৪ জন – ১৯১ জন – ৯৯.৫০%
২০১৮ – ১৪১১ জন – ২৮০ জন – ৯৯.৮৫%
২০১৯ – ১৩২৩ জন – ২৯৭ জন – ১০০%

ক্লাস শিডিউল

  • মর্নিং শিফট (মেয়ে)- 7:40 am – 1:10 pm
  • ডে শিফট (১ম বর্ষ ছেলে)- 11:20 am – 5:15pm
  • ডে শিফট (২য় বর্ষ ছেলে)- 9:20am – 3:00pm

খরচ

  • মাসিক বেতন: ১০০০ টাকা
  • কোচিং ফি: ২৫০০ টাকা
  • ভর্তি ফি ১৮৫০০ টাকা (বিজ্ঞান বিভাগ)

যোগ্যতা

  • বিজ্ঞান (ছেলে): GPA- 4.67
  • বিজ্ঞান (মেয়ে): GPA- 4.50
  • ব্যবসায় শিক্ষা (উভয়): GPA- 3.33
  • মানবিক (উভয়): GPA- 3.00

আসন

  • বিজ্ঞান (ছেলে): ৮৫০
  • বিজ্ঞান (মেয়ে): ৪০০
  • ব্যবসায় শিক্ষা (ছেলে): ৩৪০
  • ব্যবসায় শিক্ষা (মেয়ে): ২১০
  • মানবিক (ছেলে): ১২০
  • মানবিক (মেয়ে): ১৩০

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<

Info: Sayed Ahmed Faysal

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!