College Review

কলেজ রিভিউ – ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

Paid Promotion by Google
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  Dhaka Residential Model College – DRMC শিক্ষামন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। যা ৫২একরের বিশাল সবুজ ক্যাম্পাস নিয়ে ঢাকার মোহাম্মদপুরে প্রধানমন্ত্রীর বাসভবনের বিপরীতে অবস্থিত। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর অবকাঠামো , শিক্ষার মান, পরিবেশ আর সহপাঠ্যক্রমিক কার্যক্রম এই কলেজকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
Read This Review in English Click Here


অবকাঠামো

  • ২০ টি বিল্ডিং
  • ৩টি একাডেমিক ভবন,
  • ৬টি ছাত্রাবাস রয়েছে,
  • ৮টি শিক্ষকের কোয়ার্টার,
  • অধ্যক্ষ ও উপাধ্যক্ষের জন্য পৃথক আবাস,
  • স্টাফ কোয়ার্টার,
  • একটি মসজিদ,
  • ২টি বাস্কেটবল কোর্ট,
  • ভলিবল কোর্ট,
  • লন্ড্রি শপ,
  • একটি মিলনায়তন,
  • প্রশাসনিক ভবন,
  • ৯টি পূর্ণ মাপের ফুটবলের মাঠ
  • একটি ২০ টি শয্যা বিশিষ্ট হাসপাতাল।

যেখানে সাধারণ রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এটির নেতৃত্বে দুটি চিকিৎসক রয়েছেন এবং বেশ কয়েকটি ফার্মাসিস্ট রয়েছেন।এছাড়াও ক্যাম্পাসে রয়েছে নিজস্ব ওয়াটার সাপ্লাই, পুকুর, মৃগনীড়, হরিণ, বটতলা।

ভর্তির সম্পর্কিত তথ্য:

  • Online আবেদনের মাধ্যমে ভর্তির আবেদন করতে হবে।
  • Website: http://www.drmc.edu.bd/
  • EIIN : 108258

 

আসন সংখ্যা ও যোগ্যতা

  • বিজ্ঞান বিভাগ(বাংলা ভার্সন): (GPA-5.00)
  • বিজ্ঞান বিভাগ(ইংরেজি ভার্সন): (GPA-5.00)
  • ব্যবসায় শিক্ষা(বাংলা ভার্সন): (GPA-.4.50)
  • মানবিক বিভাগ:(বাংলা ভার্সন): (GPA-4.25)

 

কলেজ ড্রেস

  • সাদা শার্ট
  • সাদা প্যান্ট
  • কালো বেল্ট
  • কালো অক্সফোর্ড জুতা
  • সাদা মোজা


খরচ:

  • ভর্তি ফি : ১১০০০
  • মাসিক বেতন : ১৫৫৩টাকা (অনাবাসিক)
                 ৬৪৫৩ (আবাসিক – থাকা খাওয়াসহ)

ক্লাবসমূহ:

  • DRMC Science Club
  • DRMC Photography Club
  • Remians Debating Society
  • Remians Music Club
  • DRMC Social Science Club
  • DRMC Nature Club
  • DRMC Math Club
  • Remians Art Club
  • Remians Language Club
  • DRMC Band
  • DRMC IT Club
  • DRMC MUN Club
  • DRMC Business Club
  • DRMC Scout Team
  • BNCC

Read This Review in English Click Here

  • ক্যাম্পাস : এই কলেজে যে জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করবে তা হল এর ক্যাম্পাস। রাজধানী শহরে যেখানে তিল ধরনের ঠাই নেই যেখানে ৫২ একরের সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস যেন সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। সকল রেমিয়ানদের কাছে তা ৫২ একরের স্বর্গ নামেই পরিচিত।

  • হাউস : ঢাকায় কোনো কলেজে ভর্তি হওয়া যতটা সহজ সেখানকার পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া ততটাই কঠিন। নতুন ঢাকায় এসে কথায় থাকব? পরিবেশ কেমন? খাবারের মান কেমন? এমন আরো অনেক প্রশ্ন জাগে মনে। সেক্ষেত্রে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ তে চান্সপ্রাপ্ত ছাত্রদের এ নিয়ে কোনো চিন্তা করতে হয় বলে আমার মনে হয় না। আবাসিক ছাত্রদের জন্য মোট ৬ টি (Morning -৩, Day-৩) হউস রয়েছে। হাউস গুলোর দায়িত্বে যারা আছেন (হউস মাস্টার, হাউস টিউটর ও স্টফগণ) তারা দায়িত্ব খুব সুন্দরভাবে পরিচালনা করেন। পাশিপাশি তারা বন্ধুত্বসুলভ আচরণ করার ফলে সবার মধ্যে যে জড়তা আছে তা কয়েকদিনেই কেটে যাবে। জীবনের অন্যতম ভালো সময়গুলো যখন মনে পরবে তখন অবশ্যই হাউস লাইফ সবচেয়ে এগিয়ে থাকবে।

  • শিক্ষার মান : ঢাকা বোর্ডসহ সমস্ত বাংলাদেশেই এক পরিচিত নাম ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, এখানকার শিক্ষকগণ খুবই মানসম্পন্ন এবং শিক্ষাদানে ব্যবহার করা হয় ডিজিটাল প্রযুক্তি। ছাত্র শিক্ষকদের মধ্যে গড়ে ওঠে এক অকৃত্রিম বন্ধন। তাই প্রতি বছর অভাবনীয় সাফল্য অর্জন করে ফলাফলের দিকে। বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে (বুয়েট, মেডিকেল, ঢাবি, জাবি, জবি, রাবি,চবি ইত্যাদি) প্রতিবছর উল্লেখযোগ্য একটা অংশ যায় এ কলেজ থেকেই।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

>Top College List of Dhaka<

info : Razibul Islam Emon

Paid Promotion by Google

View Comments

Share

Recent Posts

  • Top College

Top 10 College of Dhaka 2025

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More

2 মাস ago
  • Medical

Medical Admission Full Result 2025 – College wise

মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More

11 মাস ago
  • Top College

EduNews College Ranking – 2024 – Dhaka

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More

1 বছর ago
  • College Notice

এইচ এস সি রুটিন ২০২৪ – পিডিএফ ডাউনলোড

এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More

2 বছর ago
  • News

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪

পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More

2 বছর ago
  • University Admission

জাবি ই ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪  টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More

2 বছর ago
Paid Promotion by Google