fbpx

কলেজ রিভিউ – চট্টগ্রাম কলেজ

চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি চট্টগ্রাম শহরের চকবাজার এলাকার কলেজ রোডে অবস্থিত। ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এটি প্রতিষ্ঠার দিক থেকে বাংলাদেশের ২য় কলেজ।১৮৩৬ সালে চট্টগ্রাম জেলা স্কুল হিসেবে এই প্রতিষ্ঠানের জন্ম। প্রতিষ্ঠালগ্নের তেত্রিশ বছর পরে ১৮৬৯ সালে একে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হয়। তখন থেকেই এটি চট্টগ্রাম সরকারি কলেজ বা চট্টগ্রাম কলেজ নামে পরিচিত হয়।

Read this Review in English

কলেজের ওয়েবসাইটঃ www.ctgcollege.gov.bd
EIIN: 104532

চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান এবং মানবিক বিষয় চালু আছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) পর্যায়ে ১৭টি বিষয়ে পাঠ দেওয়া হয়।

অবকাঠামো

২০ একর ক্যাম্পাসে ১৬ টি প্রাতিষ্ঠানিক এবং ৫ টি আবাসিক ভবন নিয়ে চট্টগ্রাম কলেজের অবস্থান। প্রাতিষ্ঠানিক ভবনগুলো নিম্নরূপঃ

  • প্রশাসনিক ভবন
  • রেড বিল্ডিং
  • ভূগোল ভবন
  • উদ্ভিদবিজ্ঞান ভবন
  • রসায়ন ও প্রাণিবিজ্ঞান ভবন
  • পদার্থবিজ্ঞান ও গণিত ভবন
  • অডিটরিয়াম ভবন
  • ছাত্রী মিলনায়তন ভবন
  • টিএসসি ভবন
  • কেন্দ্রীয় মসজিদ ভবন
  • মেডিক্যাল সেন্টার
  • কলেজ ক্রীড়া ভবন
  • দেশের অন্যতম বড় এবং প্রাচীন লাইব্রেরী ভবন
  • একাডেমিক ভবন ১, ২ ও ৩ (তিনটি)
  • ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা মিলনায়তন
  • জিমনেশিয়াম
  • ক্যান্টিন (বর্তমানে বন্ধ)
  • ডাকঘর
  • ব্যাংক
  • বিশাল মাঠ (প্যারেড মাঠ)

অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা

উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর এ ১৮,০০০ এর বেশি শিক্ষার্থী বর্তমানে এই কলেজে অধ্যয়নরত অাছে।

শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারী

বর্তমানে ১৬৯ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক এখানে পাঠদান করেন। ৪০০+ কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক কাজে নিয়োজিত আছে।

আবাসিক সুবিধা

আবাসিক ভবনগুলোর মাঝে তিনটি ছাত্রাবাস এবং দুইটি ছাত্রী নিবাস অবস্থিত। এগুলো নিম্নরূপ :

  • শহীদ সোহরাওয়ার্দী ছাত্রাবাস (এর দুটি ব্লক অবস্থিত। এ ব্লকটি মুসলিম এবং বি ব্লকটি অমুসলিম ছাত্রদের জন্য বরাদ্দকৃত)
  • শের-এ-বাংলা ছাত্রাবাস
  • ড: আব্দুস সবুর ছাত্রাবাস
  • হযরত খাদিজাতুল কোবরা (র:) ছাত্রী নিবাস
  • জননেত্রী শেখ হাসিনা ছাত্রী নিবাস

(বর্তমানে আবাসিক ভবন গুলো বন্ধ অবস্থায় রাখা হয়েছে।)

ক্লাব ও অন্যান্য সংগঠন

  • বিএনসিসি, আর্মি এবং নেভি
  • রোভার স্কাউট
  • রেড ক্রিসেন্ট সোসাইটি
  • তথ্য প্রযুক্তি ক্লাব
  • চট্টগ্রাম কলেজ ক্রিয়েটিভ ক্লাব
  • ল্যাঙ্গুয়েজ শিক্ষা
  • ECA Club
  • ড্রামা ক্লাব
  • পাঠক ক্লাব
  • পরিবেশ ক্লাব

একাদশ শ্রেণীর ভর্তি তথ্য

সরকারি নিয়মানুযায়ী অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়।

আবেদন যোগ্যতা ও আসন সংখ্যা

  • বিজ্ঞান বিভাগঃ
    • আসন সংখ্যাঃ৬০০
    • আবেদন যোগ্যতাঃ জিপিএ – ৫.০০
    • (গড় নম্বর ৯০+ না হলে চান্স পাবার সম্ভাবনা খুব কম)
  • মানবিক বিভাগঃ
    • আসন সংখ্যাঃ৩৫০
    • আবেদন যোগ্যতাঃ জিপিএ – ৩.৫০

খরচ

  • শুধুমাত্র ভর্তি ও ফরমপূরণের সময় ছাড়া আর কোন খরচ নেই।
  • মাসিক বেতন ২০ টাকা
  • ভর্তি ফিঃ( ২৩০০-২৬০০) টাকা

পোশাক

  • ছেলেঃ
    • কলেজের লোগো যুক্ত সাদা শার্ট
    • পকেটে সবুজ বীট
    • আইডি কার্ড
  • মেয়েঃ
    • কলেজের লোগো যুক্ত সাদা এপ্রন
    • এপ্রনের পকেটে সবুজ বীট
    • আইডি কার্ড

ফলাফল

উচ্চ মাধ্যমিকে চট্টগ্রাম কলেজ সবসময়ই বের্ডের শীর্ষে থাকে।
প্রতিবছর অধিকাংশ শিক্ষার্থী জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।
তাছাড়া বিভিন্ন ভর্তি পরীক্ষায় এ কলেজের শিক্ষার্থীরা দেশসেরা ফলাফলের মাধ্যমে কলেজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বিগত বছরের ফলাফল:

Year Appeared Passed Pass Rate GPA-5
2021
2020 1141 1141 100.0 835
2019 1015 952 93.79 558
2018 1014 944 93.10 504
2017 946 853 90.17 392

 

 

সর্বোপরি,চট্টগ্রাম কলেজ মেধাবীদের তীর্থস্থান নামে পরিচিত। অসংখ্য মেধাবীর পদচারণায় মুখরিত কলেজের ক্যাম্পাস।
মাস্টারদা সূর্য সেন,প্রীতিলতা ওয়াদ্দেদার,নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সহ অসংখ্য কৃতি শিক্ষার্থী বাংলাদেশসহ সারাবিশ্বে কলেজের নাম উজ্জ্বল করেছে।

মেধাবীদের এই তীর্থস্থানে তোমাদের অবশ্যই স্বাগতম!!!

Read this Review in English

চট্টগ্রাম কলেজ থেকে এডুনিউজে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন করুন এখনইRegistration Form.

info: Jabed Uddin
Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!