fbpx

সাত কলেজ মাইগ্রেশন পরিক্রমা

সাবজেক্ট মাইগ্রেশন কি? কিভাবে? কখন?

সাত কলেজে ভর্তির ২য় মেধাতালিখা প্রকাশিত হয়েছে।  সাত কলেজ মাইগ্রেশন ও সাবজেক্ট মাইগ্রেশন নিয়ে আমাদের অনেকের আছে বেশ কিছু প্রশ্ন। আজকে আমরা জানবো এই সাধারন প্রশ্নগুলোর বিস্তারিত পরিক্রমা।

সাধারন প্রশ্নঃ

 

.

.

১ম প্রশ্নের উত্তরঃ

১ম পর্বের মনোনয়ন পেয়ে ৩০০০ টাকা যারা জমা দিয়েছেন তাদের চূড়ান্ত মনোনয়নের জন্য অপেক্ষা করতে হবে এবং ৫ তারিখ এর পরে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ হলে নোটিশ অনুযায়ী ২য় দ্বিতীয় কিস্তি পরিশোধ করে এবং প্রাপ্ত মনোনীত কলেজে ডকুমেন্টস জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।উল্লেখ্য- প্রথম পর্বে যারা মাইগ্রেশন করেছেন এবং পরিবর্তন হয়েছে তাদের শুধু ৫০ টাকা স্থানান্তর ফি দিয়ে সাবজেক্ট ট্রান্সফার করতে হবে এবং নতুন করে ৩০০০ টাকা পরিশোধ করতে হবে না এটা সমন্বয় করা হবে। প্রথম কিস্তি টাকা জমা দেবার পরও এখনও যারা মাইগ্রেশন বন্ধ করেনি চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত পরবর্তী ধাপে তাদের উপরের সাবজেক্ট মাইগ্রেশন হতেই থাকবে। তাই প্রথম পর্বে মনোনয়ন ও ১ম কিস্তি পরিশোধ কারী এবং ১ম মাইগ্রেশানে সাবজেক্ট পরিবর্তনকারী যারা ১ম চয়েস পান নাই এখনো তারা মাইগ্রেশন বন্ধ করতে চাইলে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন অফিসে আবেদন করতে হবে।

২য় প্রশ্নের উত্তরঃ

প্রথম মাইগ্রেশানে যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের শুধু ৫০ টাকা স্থানান্তর ফি দিয়ে বিষয় পরিবর্তন করতে হবে। চূড়ান্ত মনোনয়ন প্রকাশ এর পরে এই ৫০ টাকা ফি ও অবশিষ্ট টাকা নেয়া হবে। প্রথম মাইগ্রেশনে নিজের পছন্দের সাবজেক্ট পেয়ে গেলে মাইগ্রেশন বন্ধ করতে হবে অন্যথায় চয়েস লিস্টের পছন্দের সাবজেক্ট এর উপরে যদি কোন সাবজেক্ট ও কলেজ থাকে তাহলে পরবর্তীতে ২য় মাইগ্রেশানে তা পরিবর্তন হতে পারে।আর যাদের মাইগ্রেশন বন্ধ আছে তাদের কিছু করতে হবে না তারা চূড়ান্ত মনোনয়ন এর জন্য অপেক্ষা করতে হবে।

.

.

৩য় প্রশ্নের উত্তরঃ

২য় মেধাতালিকায় যারা নতুন করে বিষয় ও কলেজ মনোনয়ন পেয়েছে তাদের আগামী ০২.০২.২২ তারিখ বিকাল ৩টার মধ্যে ১ম কিস্তির টাকা পরিশোধ করতে হবে। মনে রাখতে হবে কোন পর্বে কলেজ ও বিষয় মনোনয়ন পাওয়ার পর কোন শিক্ষার্থী তার প্রথম কিস্তির টাকা পরিশোধ না করলে শিক্ষার্থী সরকারি সাত কলেজে ভর্তি হতে আগ্রহী নয়” ধারণায় সে পরবর্তী পর্বে মনোনয়নের জন্য বিবেচিত হবে না।

২য় মেধাতালিকায় কেউ যদি পছন্দের কলেজ ও সাবজেক্ট পেয়ে থাকে তাহলে তাকে মাইগ্রেশন বন্ধ করতে হবে।আর পছন্দের সাবজেক্ট না পেলে আসন খালি থাকা সাপেক্ষে অটো মাইগ্রেশন হবে চয়েস লিস্টের উপরের দিকে।১ম কিস্তির টাকা পেমেন্ট করলেই অটো মাইগ্রেশান চালু হয়ে যাবে বন্ধ করতে চাইলে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন অফিসে আবেদন করতে হবে। ১ম কিস্তির টাকা পরিশোধ করে পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করতে হবে।

.

.

৪র্থ প্রশ্নের উত্তরঃ

যারা এখনও ১ম ও ২য় পর্বে কোনো মনোনয়ন পায়নি হতাশায় ভুগছেন তাদের তেমন হতাশ হবার কিছু নেই। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৩ ফেব্রুয়ারী ৩য় মেধাতালিকা প্রকাশ হবে এবং
৫ তারিখ আসন খালি থাকা সাপেক্ষ ৪র্থ মনোনয়ন প্রকাশ হতে পারে। তাই হতাশ না হয়ে খোঁজ রাখুন ৩য় মেধা তালিকার জন্য অপেক্ষা করুন।

 

সাত কলেজের বিস্তারিত রিভিউ দেখতে ক্লিক করুন

 

Spread the love

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Don`t copy text!