Blog

Covid vaccine certificate correction

কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন

Paid Promotion by Google

Covid vaccine certificate correction ।যারা এই পোস্টটি দেখবেন তারা সহজেই বাংলাদেশ জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্ট অনুসারে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করতে পারবেন। জানুন, ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম।

সাধারণত (COVID) কোভিড ভ্যাকসিন সার্টিফিকেটে নাম ভুল হওয়ার কোন সম্ভাবনা থাকে না কারণ এটি সরাসরি জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রেশন করা হয়।তবে আমাদের অনেকেই, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন দিয়ে সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকার রেজিস্ট্রেশন করার পর, এসব ডকুমেন্টের তথ্য সংশোধন করেছেন।তাদের ক্ষেত্রে পরবর্তীতে সংশোধিত পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন এর সাথে তাদের ভ্যাকসিন সার্টিফিকেটের তথ্যের সাথে গরমিল দেখা দিবে।

আবার অনেকে গণটিকা কার্যক্রম থেকে বা স্কুল/কলেজ থেকে টিকা গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ও টিকা কেন্দ্রের তথ্য এন্ট্রিতে ভুল হওয়ার কারণে ভ্যাকসিন সার্টিফিকেটে তথ্যের গরমিল দেখা যেতে পারে।ভ্যাকসিন সার্টিফিকেটে তথ্যের গরমিল থাকলে, আপনাকে বিদেশ ভ্রমণে অনেক জটিলতায় পড়তে হবে। এমনকি আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন না।

তাই আসুন জানি Covid vaccine certificate correction বাংলাদেশ এর নিয়ম ও শর্ত।

কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট কি কি তথ্য সংশোধন করতে পারবেন

পূর্বে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন সবার জন্য উম্মুক্ত ছিল না। শুধুমাত্র যারা বিদেশ গমণ করবেন, তাদের জন্য ক্রেন্দ্রীয়ভাবে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার ব্যবস্থা ছিল।

তবে এখন সাধারণ জনগনকে ভ্যাকসিন সনদের তথ্য সংশোধনের সুবিধা দিতে জেলা আইসিটি অফিস থেকে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার সুযোগ দেয়া হয়েছে।

সুরক্ষা সিস্টেমে ভ্যাকসিন রেজিস্ট্রেশনের ধরণ অনুযায়ী তথ্য সংশোধনের ক্ষেত্রে ভিন্নতা আছে। নিচের ছকে বিস্তারিত দেখুন।

জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকার রেজিস্ট্রেশন করা হলে

জাতীয় পরিচয় পত্র দিয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা হলে, শুধুমাত্র জাতীয় পরিচয় পত্রের তথ্যের ভিত্তিতে ভ্যাকসিন সদনের তথ্য সংশোধন করা হবে। জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকার রেজিস্ট্রেশন করা হলে যেসব তথ্য সংশোধন করা যাবে:

সংশোধনের ধরণ প্রয়োজনীয় কাগজপত্র
মোবাইল নাম্বার জাতীয় পরিচয় পত্রের কপি
পূর্বের ব্যবহৃত মোবাইল নাম্বার
নতুন মোবাইল নাম্বার (অবশ্যই সংগে থাকতে হবে)
ডোজের তারিখ/
ডোজের নাম
জাতীয় পরিচয়পত্রের কপি
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
টিকা কেন্দ্রের প্রত্যয়ন পত্র
পাসপোর্ট নাম্বার ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
জাতীয় পরিচয়পত্রের কপি
পুরাতন পাসপোর্ট ও নতুন পাসপোর্টের কপি
পুনরায় সব রিসেট জাতীয় পরিচয়পত্রের কপি
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
টিকা কেন্দ্রের প্রত্যয়ন পত্র
নাম/জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রের কপি
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
নতুন সংশোধিত জাতীয় পরিচয় পত্রের কপি
জাতীয় পরিচয় পত্র দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন

পাসপোর্ট দিয়ে টিকার রেজিস্ট্রেশন করা হলে

পাসপোর্ট দিয়ে টিকার রেজিস্ট্রেশন করা হলে যেসব তথ্য সংশোধন করা যাবে:

সংশোধনের ধরণ প্রয়োজনীয় কাগজপত্র
মোবাইল নাম্বার পাসপোর্টের কপি
পূর্বের ব্যবহৃত মোবাইল নাম্বার
নতুন মোবাইল নাম্বার (অবশ্যই সংগে থাকতে হবে)
ডোজের তারিখ/
ডোজের নাম
পাসপোর্টের কপি
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
টিকা কেন্দ্রের প্রত্যয়ন পত্র
নাম/জন্ম তারিখ পাসপোর্টের কপি
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
BMET তথ্য সংশোধনের প্রমাণ
লিঙ্গ পাসপোর্টের কপি
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
পাসপোর্ট নাম্বার পরিবর্তন
(পাসপোর্ট রিনিউ করলে)
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
পুরাতন পাসপোর্টের কপি
নতুন পাসপোর্টের কপি
পাসপোর্ট নাম্বার সংশোধন
(নিবন্ধনের সময় ভুল নাম্বার প্রদান করলে)
ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি
পাসপোর্টের কপি
সংশোধিত BMET রেজিস্ট্রেশন কার্ড
পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন

টিকা কেন্দ্র পরিবর্তন

টিকা কেন্দ্র পরিবর্তনের জন্য আপনি জেলা আইসিটি অফিসে আবেদন করুন। আপনার আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা Management Information System (MIS), স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করবেন।

Covid vaccine certificate correction এর নিয়ম

কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনাকে নির্ধারিত আবেদন ফরমে সঠিক তথ্য দিয়ে আবেদন করুন জেলা আইসিটি অফিসার (প্রোগামার) বরাবর। আবেদনের সাথে, অবশ্যই সংশোধিত তথ্যের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট এবং টিকা কার্ড/ ভ্যাকসিন সনদের কপি জমা দিতে দিন। আপনার আবেদনের যৌক্তিকতা ও গুরুত্ব অনুসারে অগ্রাধিকারের ভিত্তিতে তথ্য সংশোধন করতে পারেন।

সাধারণ জনগনকে ভ্যাকসিন সনদের তথ্য সংশোধনের সুবিধা দিতে জেলা আইসিটি অফিস থেকে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন করার সুযোগ দেয়া হয়েছে।

আপনি যদি একজন বিদেশগামী হয়ে থাকেন, এবং পাসপোর্ট অনুসারে ভ্যাকসিন সার্টিফিকেটে কোন তথ্যের গরমিল থাকে, খুব সহজে ১-২ দিনের মধ্যেই সংশোধন করে নিতে পারবেন। তবে এজন্য অবশ্যই আপনাকে উপরে ছকে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

Covid vaccine certificate correction এর আবেদন ফরম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থকে ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধনের আবেদন ফরমের নমুনা নিচে দেয়া হল। নিচের ছবিতে দেয়া ফরমটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করে, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনি যেই কেন্দ্রে টিকা দিয়েছিলেন সেই জেলা আইসিটি অফিসে যোগাযোগ করলে সবচেয়ে ভাল হয়।

আবেদন ফরমের পিডিএফ ডাউনলোড করতে- ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন আবেদন ফরম

ভ্যাকসিন সার্টিফিকেট সংশোধন ফরম

শেষকথা

সঠিক প্রমাণপত্র দিয়ে জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিস থেকে প্রায় দিনে দিনেই তথ্য সংশোধন করে নিতে পারবেন। তাই আবেদন নিজ হাতে পুরণ করে সরাসরি জেলা আইসিটি অফিসে যোগাযোগ করুন। কোন দালাল বা ৩য় পক্ষের সাহায্য নেওয়ার কোন প্রয়োজন নেই।

বিদেশফেরত/ ছুটিতে আসা বা নতুনভাবে বিদেশগামীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সংশোধন বা পাসপোর্ট রিনিউ করলে অবশ্যই ভ্যাকসিন সার্টিফিকেটের তথ্য সংশোধন করে নিবেন।

তা না হলে আপনার বিদেশ ভ্রমণে জটিলতা তৈরি হতে পারে। তাই অবশ্যই আপনার টিকেট করার আগে এসব তথ্য যাচাই করে সংশোধন প্রয়োজন হলে সংশোধন করে নিন।

Covid vaccine certificate correction সম্পর্কে প্রশ্ন ও উত্তর

পাসপোর্ট রিনিউ করার পর ভ্যাকসিন সার্টিফিকেটে পাসপোর্ট নাম্বার পরিবর্তন কিভাবে করব?

পাসপোর্ট রিনিউ করার পর আপনার পাসপোর্ট নাম্বার পরিবর্তন হবে। তাই, ভ্যাকসিন সার্টিফিকেটে এই পাসপোর্ট নাম্বার পরিবর্তন করার জন্য নির্ধারিত ফরম পূরণ করে, ভ্যাক্সিন কার্ড/ ভ্যাক্সিন সার্টিফিকেটের কপি, পুরাতন পাসপোর্ট ও নতুন পাসপোর্টের কপিসহ আবেদন করুন।

ভ্যাকসিন সার্টিফিকেটে পাসপোর্ট নাম্বার কিভাবে যুক্ত করব?

ভ্যাকসিন সার্টিফিকেটে পাসপোর্ট নাম্বার যুক্ত করার জন্য, সুরক্ষা সিস্টেম থেকে পুনরায় ভ্যাকসিন সনদ ডাউনলোড করার সময় পাসপোর্ট নাম্বার যুক্ত করতে পারবেন। তবে একবার Passport যুক্ত করা হলে, ২য় বার আর যুক্ত করা যাবে না।

 

যেকোনো সার্টিফিকেট সংশোধন – ঘরে বসেই

Paid Promotion by Google
Share

Recent Posts

  • Top College

Top 10 College of Dhaka 2025

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2025. এইচ… Read More

3 সপ্তাহ ago
  • Medical

Medical Admission Full Result 2025 – College wise

মেডিকেল ভর্তি পরীক্ষার (২০২৫) ফল প্রকাশিত হয়েছে, প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০.৭৫, পাশের হার ৪৫.৬২। মেডিকেল… Read More

10 মাস ago
  • Top College

EduNews College Ranking – 2024 – Dhaka

The top 10 College of Dhaka is listed below based on HSC Result 2024. এইচ… Read More

1 বছর ago
  • College Notice

এইচ এস সি রুটিন ২০২৪ – পিডিএফ ডাউনলোড

এইচ এস সি রুটিন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ এস সি) আগামী… Read More

2 বছর ago
  • News

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল ২০২৪

পুরো রমজান মাসেই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর থাকে। আজকে কোনো ক্লাবের ইফতার আয়োজন তো… Read More

2 বছর ago
  • University Admission

জাবি ই ইউনিট: ভর্তি যোগ্যতা, আসন ও মানবন্টন ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় - জাবি ই ইউনিট এর অধীনে মোট ৪  টি বিভাগ রয়েছে । জাহাঙ্গীরনগর… Read More

2 বছর ago
Paid Promotion by Google